প্রতিটি জেলায় একটি করে জেলা নির্বাচন অফিসার রয়েছে। এই অফিস বাংলাদেশ নির্বাচন কমিশন-এর আওতাধীন ও নির্বাচন কমিশন সচিবালয়- এর সচিবের অধীন পরিচালিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১১৮ এর আওতায় বাংলাদেশ নির্বাচন কমিশন স্থাপিত হয়েছে।
জেলা নির্বাচন অফিস,নোয়াখালী দীর্ঘকাল কালেক্টরেট ভবণের ৩য় তলায় অবস্থিত ছিল । বিগত ১১ মে ২০১৪ তারিখ নির্বাচন কমিশন সচিবালয়ের নিজস্ব জেলা সার্ভার স্ট্রেশনভবনে স্থানামত্মরিত হয়। সুধারাম থানা সংলগ্ন পুলিশ কে.জি স্কুলের দক্ষণ পার্শেব অফিসটি অবস্থিত রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS